Wednesday, December 2, 2020

 

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়

মূল্যায়ণ টেস্ট

শ্রেণি --১০ম

বিষয় – ফিন্যান্স ও ব্যাংকিং

সৃজনশীল প্রশ্ন

১। মাহমুদ ছয় বছর পর ১,০০,০০০ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে রাখতে চায়। বর্ণালী ব্যাংক তাকে বার্ষিক ১০% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরদিকে মোহনা ব্যাংক প্রস্তাব দিয়েছে ৯% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের।

ক. EAR এর পূর্ণরূপ কী?

খ. সুযোগ ব্যয় কী ? ব্যাখ্যা কর।

গ. ছয় বছর পর ১,০০,০০০ টাকা পেতে হলে বর্তমানে মাহমুদকে বর্ণালী ব্যাংকে কত টাকা রাখতে হবে? নির্ণয় কর।

ঘ.মাহমুদের জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক? মতামত দাও।

২।

অর্থায়নের উৎস

আয়ের প্রকৃ্তি

মুনাফার উপর অধিকার

আয় হার কম

সবচেয়ে বেশি

আয় নির্দিষ্ট

নিয়মিত

ক. বণ্ড কী?

খ. শেয়ার বাজারে বিনিয়োগকারীরা কয়টি উপায়ে বিনিয়োগ করতে পারে? ব্যাখ্যা কর।

গ. উপরিউক্ত অর্থায়নের উৎস হিসেবে ‘ক’এর বৈশিষ্ট্য ব্যাখ্য কর।

ঘ. উপরিউক্ত কোন উৎসটির রূপান্তরযোগ্যতা বেশি বলে তুমি মনে কর? যুক্তি দেখাও।

 

৩। ‘A’ ব্যাংক দেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতাপ্রাপ্ত একমাত্র ব্যাংক। ‘A’ ব্যাংক অন্যান্য ব্যাংককে নিয়ন্ত্রণ করা ছাড়াও সরকারের প্রতিনিধি হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে।

ক. নিকাশ ঘর কী?

খ. বিধিবদ্ধ রিজার্ভ কী ? ব্যাখ্যা কর।

গ. ‘A’ ব্যাংকটি কোন ধরনের ব্যাংক ? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের আলোকে কোনো দেশের সার্বিক অর্থনৈ্তিক উন্নয়নে ‘A’ ব্যাংকের কার্যাবলী মূল্যায়ন কর।

No comments:

Post a Comment